সর্বশেষ সংবাদ ::

বগুড়ার  গাবতলীতে শুভ জন্মাষ্টমীতে  আনন্দ শোভা যাত্রা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাখি গাবতলী ,বগুড়া) :
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বগুড়ার গাবতলীতে আনন্দ শোভাযাত্রার ও আলোচনা সভার অনুষ্ঠিত  হয়। ১৬ আগস্ট শনিবার সকালে গাবতলী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এ শোভাযাত্রার উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া পূজা উদযাপন ফ্রন্টের কমিটির যুগ্ন সম্পাদক  শ্রী চঞ্চল কুমার দেব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি  জুলফিকার হায়দার গামা, যুগ্ন সাধারণ সম্পাদক মুনজুর মোরশেদ,  ফজলে রাব্বি ফিরোজ, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,  থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক   সুরাইয়া জেরিন রনি,   মিজানুর রহমান মিন্টু,  সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মোমিন,  উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিন, বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার সভাপতি ভীম কুমার সরকার, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রনজিত চৌধুরী,  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদ  উপজেলা শাখার সভাপতি অলক চৌধুরী, পৌর শাখার সভাপতি রিপন চন্দ্র রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ। উপজেলা পূজা উদযাপন ফন্ট এর প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার টোটনের সঞ্চালনায়
  বক্তারা বলেন, জন্মাষ্টমীর শোভাযাত্রা সার্বজনীন সম্প্রীতি ও ধর্মীয় মিলনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দিনব্যাপী বিভিন্ন পূজা মণ্ডপে ধর্মীয় আলোচনা, কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *