জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষ্যে সোনাতলায় জামায়াতের গণমিছিল ও শিবিরের ভিডিও চিত্র প্রদর্শনী

বগুড়া সংবাদ : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার ৫ আগস্ট বিকেলে সোনাতলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শিত হয়েছে। মিছিল শেষে সোনাতলা ফাযিল মাদ্রাসা মাঠে উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ মোঃ মোজাহিদুল ইসলাম খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক মন্ডল। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ রবিউল ইসলাম,সহ-সেক্রেটারী অ্যাডভোকেট মোঃ দলিলুর রহমান,পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ জাহিদুল হক ও উপজেলা যুব সমাজের সভাপতি শেখ শাকিল প্রমুখ। উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম,আব্দুল হামিদ, রফিকুল ইসলাম,আব্দুল মান্নান,ক্বারী মাওলানা ইসমাইল হোসেন, গিয়াস উদ্দিন ও সোনাতলা পৌরসভার ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ জহুরুল ইসলাম-সহ অনেকে। বাদ মাগরিব সোনাতলা বাজার মসজিদের পাশে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

Check Also

ধুনটে যমুনা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযান

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *