সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া পৌরসভার আরসিসি রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে আরসিসি রাস্তা ঢালাই ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধণ করা হয়েছে। গত ৪আগস্ট সোমবার বিকেলে থানা বাসস্ট্যান্ড হতে উত্তর পার্শ্ব ধাপহাট রাস্তার ব্রীজ পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ ও তালোড়া রোড হতে লালুকা মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা পুনঃনির্মান করণ কাজের উদ্বোধণ করের পৌর প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী আহম্মেদ কামরুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আখতারুজ্জামান তুহিন, পৌরসভার সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প(জিপিবিইউআইডিপি) এর অর্থায়নে তালোড়া রোড হতে লালুকা মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা পুনঃনির্মান করণ কাজ ১কোটি ৫লাখ, ৫৩হাজার ৮৪৫টাকা ও থানা বাসস্ট্যান্ড হতে উত্তর পার্শ্ব ধাপহাট রাস্তার ব্রীজ পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজ ৩৫লাখ ৩৭হাজার ৭২৭টাকা ব্যয়ে দুপচাঁচিয়া পৌরসভার বাস্তবায়নে মেসার্স এসটি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ করছে।

Check Also

খালদা জিয়ার সু¯তা কামনায় দুপচাঁচিয়ায় উপজলা সিএনজি মালিক সমিতির দায়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বিএনপির চয়ারপার্সন ও সাবক প্রধানম¿ী দশনত্রী বগম খালদা জিয়ার দ্রæত রাগমুক্তি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *