সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ব্রা‌কের মান‌বিক সহায়তা পে‌লেন প্রতিব‌ন্ধী এলাহী

বগুড়া সংবাদ:  বগুড়ার  দুপচাঁচিয়া উপ‌জেলার শারীরিক প্রতিবন্ধী এলাহী হোসেন ব্র্যাক এর মানবিক সহায়তা পেয়ে ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছে। মানবিক সহায়তা হিসেবে একটি ল্যাপটপ ও ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা নি‌য়ে প্রিন্ট এর  দোকান দি‌য়ে নি‌জে আয় করার স্বপ্ন দেখ‌ছেন।
ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচির আয়োজনে ১৭ জুলাই এলাহী হোসেনকে এই  মান‌বিক সহ‌যো‌গিতা প্রদান ক‌রেন ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনাল চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান।
মান‌বিক সহায়তা  পে‌য়ে এলাহি হোসেন জানান, তি‌নি শারীরিক প্রতিবন্ধী, নি‌জে কাজ ক‌রে উপার্জন কর‌তে চান, ব্র্যাকের এই সহযোগিতা তার জীবনের স্বপ্নপূরণে সহায়তা করবে।
এ সময় উপ‌স্থিত ছি‌লেন শাহজাহানপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার , সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, ব্র্যাক মাইক্রোফাইনান্স মোহাম্মদ গোলাম রব্বানী, প্রোগ্রাম ম্যানেজার, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স মোঃ জয়নুল আবেদিন, ব্র্যাক জেলা সমন্বয়কারী বগুড়ারর বাবলী সুরাইয়া, আঞ্চলিক ব্যবস্থাপক, বগুড়া-৪ অঞ্চল শাহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক সুমন দে সরকার, অপারেশন ম্যানেজার ব্র্যাক লার্নিং সেন্টার, বগুড়ার জালাল উদ্দিন, বগুড়ার দুপচাঁ‌চিয়ার ব‌্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

Check Also

বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথবাহিনীর অভিযানে ৯ মাদক ব্যবসায়ী আটক

বগুড়া সংবাদ : বগুড়া শহরের রেলওয়ে কলোনি এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান হয়েছে। বৃহস্পতিবার (১৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *