
বগুড়া সংবাদ: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শারীরিক প্রতিবন্ধী এলাহী হোসেন ব্র্যাক এর মানবিক সহায়তা পেয়ে ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছে। মানবিক সহায়তা হিসেবে একটি ল্যাপটপ ও ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা নিয়ে প্রিন্ট এর দোকান দিয়ে নিজে আয় করার স্বপ্ন দেখছেন।
ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচির আয়োজনে ১৭ জুলাই এলাহী হোসেনকে এই মানবিক সহযোগিতা প্রদান করেন ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনাল চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান।
মানবিক সহায়তা পেয়ে এলাহি হোসেন জানান, তিনি শারীরিক প্রতিবন্ধী, নিজে কাজ করে উপার্জন করতে চান, ব্র্যাকের এই সহযোগিতা তার জীবনের স্বপ্নপূরণে সহায়তা করবে।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাহানপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার , সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, ব্র্যাক মাইক্রোফাইনান্স মোহাম্মদ গোলাম রব্বানী, প্রোগ্রাম ম্যানেজার, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স মোঃ জয়নুল আবেদিন, ব্র্যাক জেলা সমন্বয়কারী বগুড়ারর বাবলী সুরাইয়া, আঞ্চলিক ব্যবস্থাপক, বগুড়া-৪ অঞ্চল শাহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক সুমন দে সরকার, অপারেশন ম্যানেজার ব্র্যাক লার্নিং সেন্টার, বগুড়ার জালাল উদ্দিন, বগুড়ার দুপচাঁচিয়ার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।