সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুর উপজেলার আওতাধীন বগুড়া শহরতলীর বেজোড়া ঘাটপাড়া এলাকায় রাতের আঁধারে মুফতি শরীফুল ইসলাম বাবলু (৪১) ও হাফেজ শামসুদ্দোহা জুয়েল (৪০) নামে দুই আলেমকে ছুরিকাঘাতকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও  দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। চকলোকমান-বেজোড়া এলাকাবাসীর যৌথ উদ্দ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে বেজোড়া ঘাটপাড়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ জুন রাত সাড়ে ১১টার দিকে বেজোড়া ব্রিজের পূর্বপাশে একটি মুদি দোকানে বসে গল্পরত অবস্থায় মুফতি শরীফুল ইসলাম ও হাফেজ শামসুদ্দোহা জুয়েল নামের দুইজন আলেমকে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার পরদিন মুফতি শরীফুল ইসলাম বাদি হয়ে শাজাহানপুর থানায় আনারুলসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু ছয়দিন পেরিয়ে গেলেও অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে না। তারা আরও বলেন, সম্প্রতি বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের আওতাধীন চকলোকমান, বেজোড়া, লতিফপুর, মাদলা এলাকায় মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের অপরাধমূলক কাজ আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রকাশ্যেই চলছে এসব সামাজিক অপরাধ। এতে মানুষকে সর্বদা জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।
মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া শহরের ২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস চাঁন। যুব অধিকার পরিষদ বগুড়া পৌর শহর শাখার সভাপতি এসএম মিনহাজুল ইসলাম মুন্নার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ২১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম, মাওলানা আব্দুল মাজেদ, হাফেজ আব্দুল মতিন, মোফাজ্জল হোসেন মফা, শাজাহান আলী, হাতেম আলী, রেজওয়ান সিদ্দিক, সালেহ আহম্মেদ, নুরউদ্দিন মাহমুদ, সালাউদ্দিন মাসুদ, মাসুদ করিম প্রমুখ।

Check Also

বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথবাহিনীর অভিযানে ৯ মাদক ব্যবসায়ী আটক

বগুড়া সংবাদ : বগুড়া শহরের রেলওয়ে কলোনি এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান হয়েছে। বৃহস্পতিবার (১৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *