
বগুড়া সংবাদ : সোমবার (৩০ জুন) দুপুরে বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মতবিনিময় সভা জেলা প্রশাসক হোসনা আফরোজা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোঃ কুদরত-ই-জাহান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহা. হাছানাত আলী, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, সাবেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চান, শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক রানু প্রমুখ। সভায় স্থাপনা পরিকল্পনা, স্থান নির্ধারণ, অবকাঠামো উন্নয়ন ও দ্রæত বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।