সর্বশেষ সংবাদ ::

বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতা একং একতরফা ভাবে তথাকথিত কমিটি ঘোষনা বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সাংবাদিক সম্মেলনে এরশাদুল বারি এরশাদ

বগুড়া সংবাদ :বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ বলেছেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা সকল স্বাভাবিক নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পেশীশক্তির মাধ্যমে রাতের আঁধারে যে কমিটি ঘোষণা করা হয়েছে তা সম্পুর্ন অবৈধ। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান একটি প্রভাবশালী মহল দ্বারা প্রভাবিত হয়ে গোপনে কমিটি ঘোষণা করেছেন।

মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে এরশাদুল বারী এরশাদ বলেন, “আমি বর্তমানে বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী কমিটির সভায় সংগঠনের নির্বাচনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এর প্রেক্ষিতে বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহী এর পরিচালক কর্তৃক ১২ মার্চ স্বাক্ষরিত চিঠিতে শ্রমবিধিমালা ২০২৫ এর বিধান মোতাবেক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দেন। জনাব ফজলুর রহমান তালুকদার কে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং জুয়েল হাসান কে সদস্য সচিব করে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কামিটিকে ৩০ দিনের মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়। সাধারন পরিবহন মালিকগন আশা করেছিলেন নির্বাচন পরিচালনা কমিটি একটি অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনের নেতৃত্ব নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করবেন। কিন্তু তারা শুরু থেকেই পক্ষপাতিত্ব মুলক আচরন শুরু করলে সাধারণ মালিকদের মধ্যে নির্বাচন নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। নির্বাচন পরিচালনা কমিটি তফসিল ঘোষণা করে ২৪/০৫/২০১৫ তারিখে নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য্য করে।

নির্বাচন পরিচালনা কমিটির কর্মকাণ্ডে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশংকায় জনৈক আফজাল হোসেন প্রাং নামের একজন পরিবহন মালিক মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন। এর প্রেক্ষিতে ২৪/০৫/২৫ তারিখের নির্বাচনের উপর হাইকোর্ট দুই মাসের স্থগিতাদেশ প্রদান করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান একাই ব্যক্তিগত উদ্যোগে কমিটির অন্য সদস্যদের না জানিয়ে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেন। গত ০৩/০৬/২৫ ইং তারিখে আপীলে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। উচ্চ আদালতে নির্বাচনের উপর স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর নিয়ম অনুযায়ী নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচনের আয়োজন করার কথা। পূর্বের ঘোষিত তফসিল অনুযায়ী ২০/০৫ ২০২০ হইতে ২১/০৫/২০১৫ তারিখ পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু গত ২১/০৫/২৫ তারিখে হাইকোর্ট নির্বাচন স্থগিত করায় উক্ত তারিখে মনোনয়ন পত্র বিতরণ হয়নি মর্মে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জুয়েল হাসান গত ২২/০৫/২৫ তারিখে বিষয়টি পরিচালক রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন, শ্রম দপ্তর রাজশাহীকে লিখিতভাবে অবহিত করেন।

এরপরও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান একটি প্রভাবশালী মহল দ্বারা প্রভাবিত হয়ে গোপনে একাই নির্বাচনী কার্যক্রম চলমান রাখেন। এমনকি তিনি নির্বাচন পরিচালনা কমিটির অফিসে কাউকে না জানিয়ে চারমাথা মেঘসিটি কমপ্লেক্স থেকে বগুড়া শহরের রাজাবাজারে স্থানান্তর করেন। তিনি সেখানে বসে গোপনে প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে একতরফাভাবে মনোনয়নপত্র বিতরণ ও জমা দেখিয়ে গত ১৪/০৬/২৫ ইং তারিখে ঘোষণা করেন। বিষয়টি সাধারন মালিকরা জানতে পেরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের সাথে যোগাযোগ কারলে তিনি নানা তালবাহানা শুরু করেন এবং কাউকে পাত্তা দেন না। একপর্যায়ে আমরা জানতে পারি তিনি ৩০ জনের মাঝে মনোনয়ন পত্র বিতরণ দেখিয়ে সেখান থেকে ৫জনকে মনোনয়ন প্রত্যাহার দেখান। এরপর তিনি ১৪ জুন বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির ২৫ সদস্যের কমিটি কমিটি ঘোষণা করেন।”

এরশাদুল বারী আরও বলেন, ১৪ ও ১৫ জুন ২০২৫ স্থানীয় বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত কিমিটি টি সম্পূর্ণ অবৈধ। রাতের আঁধারে গোপনে, বিনাভোটে মূলত বিশেষ গোষ্ঠীকে খুশি করতে ও হীন উদ্দেশ্য চরিতার্থ করতেই এই কমিটির তালিকা প্রকাশিত হয়েছে। বিভাগীয় শ্রম অধিদপ্তর, মহামান্য হাইকোর্টের নির্দেশনা ও সকল স্বাভাবিক নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পেশীশক্তির বহিঃপ্রকাশই মূলত: এই বিনা ভোটের কমিটি।”

তিনি অভিযোগ করে বলেন, “ইতোপূর্বে এমন নানাবিধ অনিয়ম, অপকর্ম নিয়ে মিডিয়ার মাধ্যমে বগুড়াসহ দেশবাসীর নিকট উপস্থাপন করেছি। এছাড়াও জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার মহোদয়কেও লিখিত অভিযোগ জানানো হয়েছে। বারংবার মধ্যস্থতার আশ্বাস দিয়েও তারা দায়িত্বশীল জায়গা থেকে কোন ভূমিকা না রেখে বিশেষ এক গোষ্ঠীর ইশারায় নিরব ভূমিকা পালন করেছেন।”

Check Also

দুপচাঁচিয়া বিএনপির সাংগঠনিক ও মতবিনিময় সভা

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুপচাঁচিয়া পৌর শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *