সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ফাহাদের বিরুদ্ধে নানা অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়া জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আল ফাহাদের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠেছে। এ নিয়ে গত বৃহস্পতিবার (২৯ মে) আদমদীঘি উপজেলার সাধারণ শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলা সদরের শিবপুর গ্রামের আশিক নামের এক যুবকের কাছ থেকে জন্ম নিবন্ধনের বয়স ঠিক করে দিবে বলে ৫ হাজার দাবী করেন। শুধু তাই নয়, এর আগে উপজেলার কোমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল ইসলামের কাছে থেকে ৫ হাজার টাকা চাঁদা দাবী করেন। তার একাধিক অপকর্মের বিষয়গুলো প্রকাশ্যে আসার পর আদমদীঘি উপজেলার সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আনান, নাজিমুজ্জামান, জাহিদ, রাজিব, আজম ও মোবারক লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তার এমন আচরণে সাধারণ শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলেও দাবী করেন এসব শিক্ষার্থীরা।

জানতে চাইলে বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আল ফাহাদ জানান, শিক্ষকের কাছে চাঁদা দাবীর বিষয়টি মিথ্যা। তবে জন্ম সনদের কাজের জন্য ১৫শ টাকা নেয়া হয়েছিল। কিন্তু কাজটি না হওয়ায় আশিক নামের ওই যুবক কে সম্পন্ন টাকা ফেরত দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা জানান, শিক্ষার্থীরা অভিযোগটি আমার অফিসে দিলেও সেটি এখনো আমি হাতে পাইনি। তবে ঘটনাটি সঠিক হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

Check Also

বগুড়ার গাবতলীতে বিদ্যুৎ শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড ঘটনায় পরিবারকে নগদ টাকা, নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সহযোগিতা করেন জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম।

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  :গত সোমবার বগুড়ার গাবতলীতে উন্চুরখি টোন পাড়া গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *