বগুড়া সংবাদ : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান। প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজ, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহীম বগরা, মতিউল ইসলাম সাদী, রেজাউল হাসান রানু, এফ শাহজাহান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, মির্জা সেলিম রেজা, আবুল কালাম আজাদ, মমিনুর রশিদ শাইন, মোস্তফা মোঘল ও সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ইনছান আলী, মামুন-উর-রশীদ মামুন, সিরাজুল ইসলাম, শাহাদত শাহীন, আইনুর ইসলাম। বক্তারা শহীদ জিয়ার বর্ণাঢ্য জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেন। শহীদ জিয়ার জীবন থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসার জন্য সকলের প্রতি উদাত্ব আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
