দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৩হাজার টাকা জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ব্যবসায়ীর ৫৩হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৮মে বুধবার বিকেলে উপজেলার তালোড়ায় বায়ু দোষণের অপরাধে খান অটো রাইচ মিলের ৫০হাজার টাকা এবং দুপচাঁচিয়া উপজেলা সদরে ট্রেড লাইসেন্স না থাকায় স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ১০৮ ধারা ভঙ্গে ১০৯ধারায় মদিনা বেডিং এর ১হাজার, রুহুল আমিনের দোকানে ১হাজার এবং পঙ্কজ দাস ও আবু সাঈদের দোকানে ৫’শ টাকা করে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশার(ভূমি) লিজা আক্তার বিথি এ অভিযান পরিচালনা করেন।

Check Also

বগুড়ার ফুলবাড়ী ও বৃন্দাবনপাড়ায় সোহেলের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ

বগুড়া সংবাদ : শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *