দুপচাঁচিয়ায় যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতন \ থানায় মামলা

 

বগুড়া সংবাদ :   বগুড়ার দুপচাঁচিয়ায় যৌতুকের দাবীতে গৃহবধু নাজমিন নাহার শাপলা নামের এক গৃহবধুকে স্বামী সহ পরিবারের লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত গৃহবধু উপজেলার বড়নিলাহালী গ্রামের আমিনুর রহমানের স্ত্রী। এ ঘটনায় ওই গৃহবধু গত ৪মে রোববার দুপচাঁচিয়া থানায় স্বামী সহ ৫জনের নামে একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, প্রায় ১৮বছর পূর্বে উপজেলার বড় নিলাহালী উত্তরপাড়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে নাজমিন নাহার শাপলার সঙ্গে একই গ্রামের আশরাফ আলীর ছেলে আমিনুর রহমানের বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ২টি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর হতে নাজমিন নাহার শাপলার স্বামী আমিনুর রহমান সহ তার পরিবারের লোকজন যোগসাজোসে ৩লাখ টাকা যৌতুকের দাবীতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এরই জের ধরে গত ২৯এপ্রিল বেলা আনুমানিক ১১টায় অভিযুক্ত সকলে মিলে আবারও ওই যৌতুকের টাকার দাবীতে শাপলাকে মারপিট করলে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। এক পর্যায়ে শাপলা চিৎকার দিলে আশপাশের লোকজন ও খবর পেয়ে তার বাবা এসে শাপলাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় ভিকটিম নাজমিন নাহার শাপলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাঁকী আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Check Also

বগুড়ার ফুলবাড়ী ও বৃন্দাবনপাড়ায় সোহেলের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ

বগুড়া সংবাদ : শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *