সর্বশেষ সংবাদ ::

পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনা দেশে সর্বাধিক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছেন-জাকির

বগুড়া সংবাদ : খুনি শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে দেশে সর্বাধিক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছেন। তাঁর সন্ত্রাসী কর্মকান্ড দেখে দেশের ছাত্র-জনতা অতিষ্ঠ হয়ে ফুঁসে উঠেছিল। অবশেষে খুনি শেখ হাসিনা সরকারের পতনের জন্য ছাত্র-জনতা জুলাই-আগস্টে আন্দোলন করতে বাধ্য হয়েছিল। আন্দোলন দেখে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বড় বড় নেতা-কর্মি বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দেশের মানুষ শান্তিতে ছিল। ক্ষমতার পরিবর্তন হলেও বেগম খালেদা জিয়াকে দেশ ছেড়ে পালাতে হয়নি। তিনি ছিলেন জনবান্ধব নেত্রী। রোববার ৪মে দুপুরে সোনাতলায় সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এ্যাড্হক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মোঃ রাজ্জাকুল ইসলামের সভাপতিত্বে ও আশরাফুল হায়দার সুমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মহসিনা বেগম,সোনাতলা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি একেএম আহসানূল মোমেনীন সোহেল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন,পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,বিএনপি নেতা জহুরুল ইসলাম শেফা মন্ডল প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা সহকারী অধ্যাপক এটিএম গোলাম রকিব,এমদাদুল হক টুকু,রুহুল আমিন রঞ্জু, যুবদল নেতা হারুন-অর-রশিদ,পাভেল আহম্মেদ,স্বেচ্ছাসেবক দলনেতা মহিদুল ইসলাম ও সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরাসহ অনেকে।

 

Check Also

বগুড়ার নুনগোলায় হিন্দুপল্লীতে জামায়াত প্রার্থীর গণসংযোগ কল্যাণ রাস্ট্র গঠনে সকল ধর্মের মানুষ কে এক সাথে কাজ করতে হবে: সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদ প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *