
বগুড়া সংবাদ : আজ বেলা ১১ টা ৩০ মিনিটে বগুড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ), বগুড়া জেলা শাখার উদ্যোগে বগুড়া হেলথ সিটি নার্সিং কলেজের শিক্ষার্থী নূর হাসান এর নেতৃত্বে বিএনএমসি তে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসূচি অনুষ্ঠিত হয় । এ সময় রাস্তা মোহাম্মদ আলী হাসপাতালের সামনে শেরপুর রোড অবরোধ করে ।
নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের উপর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলর রেজিস্ট্রারের পরোক্ষ মদদে পুলিশের বর্রর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেজিস্টার এর পদত্যাগ ও ডিপ্লোমাকে ডিগ্রী পাসের সমমানের ১ দফা দাবিতে কালোব্যাজ ধারণ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে।
বগুড়ার বিভিন্ন সরকারি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তারা গত ২৭-০৪-২০২৫ তারিখ বিএনএমসি তে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের উপর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলর রেজিস্ট্রারের পরোক্ষ মদদে পুলিশের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেজিস্টার এর পদত্যাগ ও ডিপ্লোমাকে ডিগ্রী পাসের সমমানের ১ দফা দাবি জানান।
উল্লেখ যে বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা ২৮-০৪-২০২৫ তারিখ হতে অনির্দিষ্টকালের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, মোহাম্মদ আলী হাসপাতালের মেডিকেল প্রাকটিস, ও ইন্টার্নশিপ বন্ধ ঘোষণা করে, এবং বগুড়া সরকারি বেসরকারি নার্সিং কলেজের একাডেমিক সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
