সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মাহির ডান্স অরবিট স্টুডিও’র উদ্বোধন

বগুড়া সংবাদ : দেশীয় সংস্কৃতিকে তুলে ধরে নতুনত্ব দিয়ে বিশ্বমঞ্চে তুলে ধরতে বগুড়ায় মাহির ডান্স অরবিট স্টুডিও এর উদ্বোধন করা হয়েছে। নৃত্যের আঙ্গিনায় নতুন এই নৃত্যের সংগঠনটি তরুণদেরকে প্রাধান্য দিয়ে সাংগঠনিক ও সামাজিক মাধ্যমেও কাজ করবে। তরুণ ও নতুন মুখের শিল্পীদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হবে। মাহির ডান্স অরবিট স্টুডিও বগুড়াসহ দেশীয় সংস্কৃতিকে ধারণ করে সুস্থধারায় এগিয়ে যাবে।
বুধবার সন্ধ্যায় বগুড়া শহরের পুরাতন শিল্পকলায় নতুন এই সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করেন নৃত্য ছন্দম আর্টস একাডেমীর নৃত্য পরিচালক সৈয়দ আশিক ফারুক। এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কবি ও সাংবাদিক এইচ আলিম, নাট্যাভিনেতা অলক পাল, সঙ্গিত প্রশিক্ষক রব্বানী। এসময় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন নৃত্য শিল্পী মাহির হোসেন, নৃত্য শিল্পী এস এ আপন, নৃত্য শিল্পী সৈকত, রাসেল, রবি, সোহাগ, নৃত্য শিল্পী আফসানা, সঞ্জয়সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নৃত্যশিল্পীরা। এসময় অভিভাবকরাও সংগঠনের জন্য সাফল্য কামনা করেন। এই সংগঠনে নৃত্যের বিভিন্ন শাখা ছাড়াও নতুন স্পন্দন হিপ হপ দেশি ফিউশন নিয়ে সৃজনশীলতার কাজ করবে।

 

Check Also

কাহালুতে রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জেল-২

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে রাস্তার গাছ কাটার অভিযোগে শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে নাজিম (২২) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *