সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে ১৭১৯কেজি চাল জব্দ

 

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ১৭১৯ কেজি চাল চব্দ করা হয়েছে।

বুধবার রাত ১১টা নাগাদ উপজেলার বিলকৃষ্ণপুর ধোপাপাড়া এলাকা থেকে এই চালগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।
সহকারী কমিশনার জানান,সরকারী চাল পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তি উপজেলার বিলকৃষ্ণপুর ধোপাপাড়া মজিবর রহমানের ছেলে আশরাফ আলীর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মালিক বিহীন তার বাড়ী থেকে মোট ১৭১৯কেজি চাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত চালগুলো পারইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ইদ্রিস আলীর হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরো জানান,প্রাথমিক ভাবে চালগুলো সরকারী খাদ্যবান্ধব কর্মসূচীর হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া বেশ কিছু সরকারী খালি বস্তাও পাওয়া গেছে। তবে চালগুলো সরকারী কি না,এবং প্রকৃত মালিক কে তা জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান একটি তদন্ত কমিটি গঠন করেছেন। গঠিত তদন্ত কমিটির তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন,যে বাড়ী থেকে চালগুলো জব্দ করা হয়েছে ওই বাড়ীর মালিক জানিয়েছেন চালগুলো তার নয়। এই জন্য চালের প্রকৃত মালিক কে,কারা এর সাথে জরিত এবং চালগুলো সরকারী কিনা এসব বিষয়ে জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটি আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। এর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *