সর্বশেষ সংবাদ ::

মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সুষ্ঠ করতে স্মারকলিপি প্রদান

বগুড়া সংবাদ: মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একদল বৈধ সদস্য নির্বাচন সুষ্ঠ করতে ৬ দফা দাবীতে সাধারন সম্পাদক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। এ সময় উপস্থিত ছিলেন এজাজ আহম্মেদ আসলাম, কামরুল ইসলাম, মফিকুল ইসলাম, মান্নান শেখ, সাইফুর রহমান, আব্দুর রাজ্জাক, নুরুল আলম, ফেরদৌস ইসলাম, বেলাল হোসেন, ফিরোজ আজগর আলী প্রমুখ।  স্মরকলিপি প্রদানের পর এজাজ আহম্মেদ আসলঅম বলেন মোটর শ্রমিক ইউনিয়ন সারা দেশের মধ্যে বৃহত্তম ঐতিহ্যবাহী একটি গুরুত্বপূর্ণ ট্রেড ইউনিয়ন এবং জুলাই পরবর্তী সময়ে এর গুরুত্ব আরো বেশি বৃদ্ধি পেয়েছে। সাধারণ শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ, উৎসবমুখর ও দলীয় প্রভাব মুক্ত ভাবে অনুষ্ঠিত হওয়া বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সকল সদস্যদের প্রাণের দাবি। তিনি আরো বলেন সাধারণ সভায় সাধারণ শ্রমিকদের কথা বলার পর্যাপ্ত সুযোগ ও অধিকার দিতে হবে। দলীয় প্রভাব মুক্ত নিরপেক্ষ একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে। ভোট গ্রহণের স্থান জেলা স্কুলে নিশ্চিত করতে হবে। ভোট গণনার সময় অংশগ্রহণকারী প্রার্থীর উপস্থিতি নিশ্চিত করা এবং প্রজেক্টরের মাধ্যমে ভোট গণনা পদ্ধতি প্রার্থীদের দেখানো নিশ্চিত করতে হবে।নতুন সদস্য যাদের হলুদ কার্ড পাওয়ার কথা কিন্তু লাল কার্ড পেয়েছে তাদের ভোট প্রদান বন্ধ রাখতে হবে।

Check Also

বগুড়ার গাবতলীতে বিদ্যুৎ শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড ঘটনায় পরিবারকে নগদ টাকা, নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সহযোগিতা করেন জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম।

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  :গত সোমবার বগুড়ার গাবতলীতে উন্চুরখি টোন পাড়া গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *