সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় হোটেল মালিক-কর্মচারীদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বগুড়া সংবাদ : বগুড়ায় সেলিম হোটেল এন্ড রেস্টুরেন্ট-এ সন্ত্রাসী হামলা ও হোটেল মালিক-কর্মচারীদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন এ মানববন্ধন করে।

সংগঠনের জেলা শাখার সভাপতি সাদেক আলীর সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি মুহাঃ আব্দুল মোমিন মন্ডল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিয়া, সহ-সভাপতি সমেজ উদ্দিন, জালাল উদ্দিন বাবুর্চি, আজিজুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উজ্জল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, মইদুল ইসলাম, প্রচার সম্পাদক নুরুন্নবী, দপ্তর সম্পাদক মামুন ইসলাম, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মইনুদ্দিন, সংস্কৃতি সম্পাদক এরশাদ হোসেন বাবু, ধর্মীয় সম্পাদক আব্দুল লতিফ শেখ, আসাদুজ্জামান আসাদ। আরো বক্তব্য রাখেন ছিলেন সেলিম হোটেলের নির্যাতিত শ্রমিক আলহাজ্ব রাজু, আলহাজ্ব ফারুক মিয়া, বাবু মিয়া,  সিনিয়র শ্রমিক সাজু মোল্লা, মাসুদ, আনারুল, শাহজাহান হোসেন, সাইফুলসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ এপ্রিল বগুড়া শহরের ১নং রেলঘুমটিস্থ সেলিম হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিচালক মাহাফুজ এর উপর সন্ত্রাসী হামলা করে তাকে রক্তাক্ত জখম করা হয়। একই সাথে সন্ত্রাসী কায়দায় সম্পূর্ণ চালু হোটেল বন্ধ করাসহ মালিক ও কর্মরত শ্রমিকদের ভয়ভতি দেখিয়ে হোটেল থেকে বের করে দেওয়া হয়। এঘটনায় দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। পাশাপাশি সেলিম হোটেল চালু এবং হোটেল বন্ধকালীন সময়ে শ্রমিকদের বেতন ভাতাসহ ক্ষতিপূরণ করতে হবে। মানববন্ধন কর্মসূচিতে বন্ধ সেলিম হোটেলের শ্রমিক-কর্মচারীদের উপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

Check Also

বগুড়ার ঝোপগাড়ী বারপুরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *