সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বস্তির শিশুদের মাঝে পথের দিশার ঈদসামগ্রী বিতরন

বগুড়া সংবাদ : পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে রবিবার দুপুরে বগুড়া রেল স্টেশন বস্তির (হাড্ডিপট্রি) সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদসামগ্রী বিতরন করা হয়েছে। পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি মহররম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার ঐতিহ্যবাহী খাজা বেকারীর স্বত্তাধিকারী মোঃ বায়েজিদ আহম্মেদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, পরিচালক মোস্তফা মোঘল প্রমূখ। অনুষ্ঠানে ৫০ জন সুবিধা বঞ্চিত শিশুকে ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদসামগ্রী উপহার দেওয়া হয়। সামগ্রীর মধ্যে ছিল এক কেজি পোলাওয়ের চাল, ৪০০ গ্রাম লাচ্ছা, ৫০০ গ্রাম চিনি (প্যাকেট), ৫০০ গ্রাম লবন (প্যাকেট), এক প্যাকেট গুড়ো দুধ, এক প্যাকেট নুডলস এবং হাফ লিটার সয়াবিন তেল।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে পথের দিশা ভাসমান স্কুল রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েদের মাঝে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। প্রতি বছর ঈদুল ফিতরে নতুন পোষাক, ঈদসামগ্রী বিতরনের পাশাপাশি সারাবছর সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

 

Check Also

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহামুদ শরীফ মিঠুকে সংবর্ধনা

বগুড়া সংবাদ : বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহামুদ শরীফ মিঠুকে সুষ্ঠু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *