বগুড়া সংবাদ: “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস/২৫ইং উপলক্ষে শনিবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা আখতার।
কাহালু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারি শহিদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক এ টি এম খালেকুজ্জামান মিঠু, আব্দুল মতিন, মাহবুবুল আলম, শাহিন সরদার, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক সঞ্জয়, গোপাল, জাহানুর, লিপি ও গৌরবী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
