আজিজুল হক কলেজে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

বগুড়া সংবাদ :ধর্ষকদের শাস্তি মৃত্যুদন্ড করার দাবিতে এবং চলমান পরিস্থিতিতে নারী, শিশু ও সাধারণ মানুষ্র নিরাপত্তা নিশ্চিত, বিচার ও আইন ব্যবস্থার সঠিক বাস্তবায়নের দাবিতে আজ সকাল সাড়ে ১১ টায় সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বটতলায় মিছিলটি সমাপ্ত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী নুর আফরিন নিহান এর সভাপতিত্বে এবং আদর্শ কলেজ বগুড়ার শিক্ষার্থী নাজমুল হাসান নেহাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের একাউন্টিং বিভাগের শিক্ষার্থী মোঃ সাদ্দাম হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাব্বির আহম্মেদ রাজ, বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান সাব্বির, সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী সাকিব খান, সৈয়দ আহম্মেদ কলেজের শিক্ষার্থী আজিম উদ্দিন, আরাফাত হোসেন, সেজদা প্রামানিক, দ্বীন মোহাম্মাদ সজীব, সাফিউল হাসান সাফি, নাইম হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতি, গুম ও খুনের সংখ্যা লাগাতার বৃদ্ধি পেলেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অপরাধীকে আইনের আওতায় আনতে ব্যর্থ হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে! কিন্তু বাস্তবে অবস্থার অবনতি ঘটছে। সাধারণ মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে।”
সমাবেশে বক্তারা আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে অসংখ্য ছাত্র-জনতার  আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এই অবস্থানে এসেছি। তাই আমাদের দায়িত্ব অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা।”
সমাবেশ থেকে বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ
শাস্তি মৃত্যুদন্ড করা, অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ সারাদেশে দ্রুত আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারী নিপীড়ন বিরোধী সেল গুলোকে সক্রিয় করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।

Check Also

বগুড়ার ফুলবাড়ী ও বৃন্দাবনপাড়ায় সোহেলের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ

বগুড়া সংবাদ : শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *