রাণীনগরে গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগরে গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে ৯০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

শিক্ষার্থীদের মাঝ থেকে গণিত ভীতি দূর করার লক্ষ্যে রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ) আয়োজন করেন গণিত অলিম্পিয়াড। এতে উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ-৮ম এবং ৯ম-১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং ৯০ জন শিক্ষার্থী বিজয়ী হন।
অনুষ্ঠানে  রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ) -এর সভাপতি শাহীনুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রবীর কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাদিরউজ্জামান প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আরপিএ-এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়ার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সাকিব সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার

বগুড়া সংবাদ :বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাকিব খানকে ঢাকা শাহাবাগ থানা পুলিশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *