বগুড়া সংবাদ :শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি এই আয়োজনটি করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, নাজিম উদ্দিনসহ ২৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। পরে তাঁরা এই বিষয়ে সরকারের প্রধান উপদেষ্টা বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের মাধ্যমে প্রদান করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
