
বগুড়া সংবাদ :: বুধবার সকালে বগুড়ার কাহালুর কালিপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব কালিপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও জামগ্রাম ইউ পির সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির (খোকা)।
জাতীয় পতাকা উত্তোলন করে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আইসিটি অফিসার ও জামগ্রাম ইউ পির প্রশাসক মো. শাহরিয়ার ছিদ্দিক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম, কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল করিম, জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা. অভিভাবক, ছাত্র/ছাত্রীবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবগ