বগুড়া সংবাদ : মালতীনগর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে এমএস ক্লাব মাঠে মালতিনগর প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাদের আয়েজনে এ প্রিমিয়ার লিগে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান দলের অদিনায়কের হাতে ট্রাফি তুলেদেন বগুড়া জেলা ক্রিকেট দলের প্রাক্তন খোলোয়াড় ও পৌরসভার ১১নং ওয়র্ডের সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার। জেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমএস ক্লাবের সভাপতি আ ন ম জিন্নাহ, সাধারণ সম্পাদক আবু হেলাল, জেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন, জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়, ওহিদুল ইসলাম, আতিকুল ইসলাম প্রমুখ।