বগুড়া সংবাদ : যায়যায়দিন প্রত্রিকা-সহ একাধিক পত্রিকা ও অনলাইন প্রত্রিকা ‘সময়ন’ সহ একাধিক অনলাইন নিউজ পোর্টালে সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি উজ্জ্বল হোসেন খোকন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা,উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আসিফ রেজা নিয়ন ও সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শাহীনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সোনাতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উজ্জ্বল হোসেন খোকন। তিনি বক্তব্যে বলেছেন সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার সাথে জড়িত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী সাংবাদিকরাই পারে দেশ ও জাতির কল্যাণ সাধন করতে। আমি লক্ষ্য করছি কিছু সাংবাদিক সাংবাদিকতার পরিচয় দিয়ে হলুদ সাংবাদিকতা করে আসছে। তারই একটি উদাহরণ হলো যায়যায় পত্রিকা ও বাংলা টিভির বগুড়া জেলা প্রতিনিধি এবং অনিবন্ধিত ‘সময়ন’নামক অনলাইন নিউল পোর্টালের সম্পাদক ও প্রকাশক ইমরান হোসেন লিখনের মাধ্যমে গত ৫ জানুয়ারি-২০২৫ তারিখ উক্ত অনলাইন নিউজ পোর্টালে ও পরদিন যায়যায়দিন পত্রিকাসহ একাধিক পত্রিকায় ‘বগুড়ার বিএনপি নেতারা চাঁদা নিতে গিয়ে ব্যাংক ম্যানেজারকে মারধরের হুমকি’ শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। এতে আমার দৃষ্টিগোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হলো সোনাতলার সনামধন্য অরাজনৈতিক সংগঠন সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আমিসহ সংগঠনের ২-৩ জন অগ্রণী ব্যাংক ম্যানেজারকে দাওয়াতপত্র দিতে যাই। এ সময় ব্যাংক ম্যানেজার বলেন আমাদের সিনিয়র অফিসার সাজেদুর রহমান সুমনের সাথে কথা বলেন। তখন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ও সিঙ্গার শো-রুমের ম্যানেজার শহিদুল ইসলাম শাহীন তার ব্যবসায়ীক টাকা কোম্পানীর একাউন্টে জমা দিচ্ছিলেন। এ সময় আমরা সাজেদুর রহমানের সাথে দেখা করে চলে যাই। সেই ঘটনাকে সাংবাদিক পরিচয়দানকারী ইমরাই হোসাইন লিখন ঘটনাস্থলে উপস্থিত না থেকেই সোনাতলা প্রেসক্লাবের দ্বন্দে ঈর্ষান্বিত হয়ে শহিদুল ইসলাম শাহীনকে সমাজে হেও প্রতিপন্ন ও আমার প্রতিষ্ঠিত সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের সুনাম ক্ষুন্ন করার জন্য প্রতিহিংসা বশতঃ এহেন সংবাদ পরিবেশন করেছে ইমরান হোসাইন লিখন। আমি এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। এ সময় উপস্থিত ছিলেন মিলন মিয়া,আখের আলী ও মাহফুজ।
এ ব্যাপারে অগ্রণী ব্যাংক পিএলসি সোনাতলা শাখা ব্যবস্থাপক আজাদুর রহমান বলেছেন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমাকে দাওয়াত পত্র দিতে এসেছিলেন। আমার এখানে কোনো চাঁদা দাবীর ঘটনা ঘটেনি।
Check Also
দুপচাঁচিয়াআছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ার মোস্তফাপুর আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া …