বগুড়া সংবাদ : মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ২২ জানুয়ারি ২০২৪ খ্রিঃ রাত ২০ু.৩০ ঘটিকায় র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি সিএনজি, ০১টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ ফরিদ হোসেন (২৬), পিতা-মোঃ ফরমান হোসেন, সাং-বড় বাশূরিয়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।থমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিএনজি যোগে মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
Check Also
সিরাজগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
বগুড়া সংবাদ: গত ০১ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকায় ভিকটিম মোছাঃ ফাতেমা …