বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সারিয়াকান্দি উপজেলার ৬টি ইউনিয়নে শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল রাতে সারিয়াকান্দি থানারােডে বিএনপির দলীয় কার্যালয়ে এসব কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
সারিয়াকান্দি সদর ইউনিয়নে সাজেদুর রহমান টিটু সভাপতি ও মন্টু মিয়া সাধারণ সম্পাদক,
হাটশেরপুরে বুলু মিয়া সভাপতি ও হেলাল মিয়া সাধারণ সম্পাদক, কুতুবপুরে ইলিয়াছ উদ্দিন সভাপতি ও জুয়েল মিয়া সাধারণ সম্পাদক,চন্দনবাইশায় আব্দুর রশিদ আকন্দ সভাপতি ও ফজলুল হক সাধারণ
সম্পদক,ভেলাবাড়িতে ফকির মিয়া সভাপতি ও রিপন মিয়া সাধারণ সম্পাদক এবং কামালপুর ইউনিয়নে নাজমুল হক জিয়া সভাপতি ও রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে শ্রমিকদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা শ্রমিকদলের সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদয়ের যৌথ স্বাক্ষরে অনুমোদিত কমিটি গুলো স্বস্ব ইউনিয়ন শ্রমিকদলের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম ফুল ।
উপজেলা শ্রমিক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যদের বক্তব্য রাখেন,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক লুৎফর রহমান বাঁধন, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শুভ, উপজেলা যুবদল নেতা রুবেল সরকার,উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক, আলেফ উদ্দিন,মাসুদুর রহমান রিবন, রাজু আহম্মেদ প্রমূখ ।