বগুড়া সংবাদ : আমার স্কুল ছাত্র বর্ষন কে মিথ্যা মামলায় জড়িয়ে আমার পরিবারকে ধ্বংশ করতে মরিয়া হয়ে উঠেছে একটি কুচক্রি মহল। এমন অভিযোগ করে শনিবার রাতে ফেসবুক লাইভে এস এমন মন্তব্য করেন ধুনটের বেলকুচি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফৌজিয়া হক বিথী। তিনি হাইকোর্টের আইনজীবি রেজ্জাকুল কবির বিদ্যুতের সহধর্মীনি ও বীরমুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হকের কন্যা। তিনি বিষয়টির সুরাহা চেয়ে সংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্ঠি কামনা করেছেন।
তিনি অভিযোগ করেন বলেন আমার সন্তান ঢাকায় একটি স্কুলে আবাসিকে থেকে লেখাপড়া করে। তার বিরুদ্ধে এ ধরনের মামলা আমাকে হতাশায় ফেলেছে। তিনি বলেন একটি মহল আমার পরিবারকে ধ্বংশ করতে চায়। তারা আমাকে ট্রাক চাপায় হত্যা করতে চেয়েছিলো। সন্ত্রাস মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে সোচ্চার এই শিক্ষিকা করোনা কালীন সময়ে সাধারন খেটে খাওয়া অসহায় মানুষকে নিজের বেতনের সব টাকা ব্যায় করে খাদ্য সামগ্রী দিয়েছেন। ঈদে অসহায় মানুষকে দিয়েছেন ঈদ সামগ্রী। অসহায় মানুষের পাশে থাকায় পেয়েছেন শ্রেষ্ঠ শিক্ষিকা, জেলা পর্যায়ে জয়িতা সহ অসংখ্য পুরস্কার লাভ করেন।
মামলার বিষয়টি নিয়ে জানতে ধুনট থানার ওসি সাইদুল আলম জানান এ বিষয়ে ধুনট থানায় মামলা দায়ের হয়েছে। ওসি বলেন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। মামলায় ১৫ নম্বর আসামী হিসেবে বর্ষন কে দেখানো হয়েছে। জড়িত না থাকলে চার্জসীটে নাম বাদ দেয়া হবে।
মামলার বাদী রেজাউল করিম জানান, আমি মামলা করেছি তবে বর্ষন নামের কেউকে চিনি না। একটি পক্ষ আমাকে মামলা করতে সহায়তা করেছে। মামলার কপিতে আমি স্বাক্ষর করেছি।
Check Also
শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …