

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে শহীদ জিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার সান্তাহার ইউপির কেল্লাপাড়া ও পান্লা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় গ্রামের যুব সমাজ এই আয়োজন করেন। শহীদ জিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সভাপতি সাবেক ছাত্রনেতা কারমান আলী মাস্টারের সভাপতিত্বে ও জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, সান্তাহার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মাহাতাব হোসেন, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক শামীম আহম্মেদ, আনোয়ার হোসেন জীবন, শিহাবুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমীন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, কষকদলের সদস্য সচিব রায়হান আলী, রুবেল হোসেন, বিপ্লব, আবুল বাশার, ফজলুল হক সাগর প্রমুখ। ফাইনাল খেলায় সাহারা সিটি নওগাঁকে পরাজিত করে টু স্টার কেল্লাপাড়া জয়লাভ করে। এরপর খেলায় অংশ নেওয়া দুই দলকে চ্যম্পিয়ন ও রানার্স আপ ট্রফি এবং চেক তুলে দেন প্রধান অতিথি।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা