সর্বশেষ সংবাদ ::

ধুনটে বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ধুনটে বিএনপি নেতার বাড়িতে হামলার
ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

বগুড়া সংবাদ :বগুড়ার ধুনটে বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও তিনজনকে তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় জিসান (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) ধুনট থানায় মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই ছাত্রলীগ কর্মী এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি কুমারখালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

হামলায় আহতরা হলো- রাঙ্গামাটি গ্রামের মৃত গোলাম ইদ্রিসের ছেলে ধুনট উপজেলা বিএনপির সদস্য মুরাদ হোসেন (৪১), তার চাচা আব্দুল কাদের (৫৫) ও ছেলে রতœ (১৬)। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলা ও স্থানীয়সূত্রে জানাগেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে বিএনপি নেতা মুরাদ হোসেন পরিবারের সঙ্গে বাড়িতে অবস্থান করছিলেন। এসময় রাঙ্গামাটি গ্রামের রমজান আলীর ছেলে আওয়ামীলীগ নেতা শামছুল হকের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুরাদ হোসেনের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তারা চারটি মোটরসাইকেল, টিভি, ফ্রিজ সহ আসবাবপত্র ভাংচুর করে। এসময় বাধা দিতে গেলে বিএনপি নেতা মুরাদ হোসেন, তার চাচা আব্দুল কাদের ও ছেলে রতœকে কুপিয়ে জখম করে। পরে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে আওয়ামীলীগের নেতাকর্মীরা তার বাড়ি থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় শনিবার বিএনপি নেতা মুরাদ হোসেনের স্ত্রী মৌসুমী আক্তার বাদী হয়ে আওয়ামীলীগ নেতা শামছুল হক সহ ১৮ জনের না উল্লেখ করে ধুনট থানায় মামলা দায়ের করেন।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মামলা দায়েরের পর এজাহারভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *