![](https://bograsangbad.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বগুড়া সংবাদ : শনিবার সকাল ৯ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার দরগাহাট বেতার কেন্দ্রের সামনে অজ্ঞাতনামা ট্রাক ধাক্কা দিলে আটো ভ্যান চালক শাহিনুর ইসলাম (৪৫), আটো ভ্যানের যাত্রী ফারুক (৪০), ফারুকের স্ত্রী জুলেখা (৩৫) ও তার মেয়ে হুমাইরা (৭) গুরুতর আহত হন।
সংবাদ পেয়ে কাহালু ডিফেন্স ও ফার্য়ার সার্ভিস স্টেশনের কর্র্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে নেওয়ার পর আহত ফারুক মারা যান। ফারুক কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভাগদুবড়া গ্রামের রিয়াজুল ইসলামের পুত্র। চিকিৎসাধীন অবস্থায় আটো ভ্যান চালক শাহিনুর ইসলাম ও নিহত ফারুকের মেয়ে হুমাইরা মারা যান। নিহত আটো ভ্যান চালক শাহিনুর ইসলাম উপজেলার নারহট্র ইউনিয়নের বোরাইল গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র।
জানা যায়, ফারুক ও তার স্ত্রী জুলেখা মেয়ে হুমাইরাকে কাহালুর একটি মাদ্রাসায় ভর্তি করার জন্য আটো ভ্যান করে কাহালু আসার পথে তারা এই দূর্ঘটনার স্বীকার হন।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন সড়ক দূর্ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।