সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি সংঘটিত

আদমদীঘিতে ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি সংঘটিত

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি সংঘটিত হয়েছে। গত শুক্রবার(২৭ ডিসেম্বর) দিবাগত রাতে চোরেরা অফিস-ভান্ডার ঘরের তালা কেটে ঘরের ভিতরে আলমারী ভেঙ্গে সোনার টিপ, কাঁসা পিতলের পুজার বাসনপত্র সহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল  চুরি করে নিয়ে গেছে। এতে করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক সৃষ্ঠি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন।

এ বিষয়ে ডহরপুর চোরাচন্ডি মন্দির কমিটির সভাপতি অলক কুমার মৈত্র জানায়, সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার মন্দিরে পুজা অর্চনা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা মনের বাসনা পূর্ণের আশায় মন্দির পুজা দিতে চোরাচন্ডি মায়ের কাছে সোনার টিপ, শাড়ী, পাঠা, কবুতর, কলা পাষান সহ ভোগ প্রসাদ নিয়ে আসেন। শনিবার সকাল ৯ টায় মন্দিরের নিয়োজিত পুরোহিত, বাদ্দকর, যোগারী সহ মন্দিরের অন্যান্য নের্তৃবৃন্দ মন্দিরে এসে দেখতে পায় অফিস -ভান্ডার ঘরের তালা কেটে ঘরের ভিতরের আলমারী ভেঙ্গে চোরেরা সোনার কয়েকটি টিপ, কাঁসা পিতলের পুজার বাসনপত্র সহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে।  বিষয়টি থানা পুলিশ জানানো হলে পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ ব্যাপারে আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস হোসেন জানায়, ঘটনার জানার পর মন্দিরে গিয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে চোরদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Check Also

শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *