বগুড়া সংবাদ : বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানী বলেছেন ইসলামী শ্রমনীতি প্রতিষ্টার জন্য সকলকে সংঘবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ফ্যাসিস্ট দুর্নীতিবাজদের বিচার বাংলার মাটিতে হবেই। যারা সচিবালয়ে আগুন জ¦ালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের আটক করে বিচারের আওতায় আনতে হবে। তিনি শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের বউ বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৬ ও ২০ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শ্রমিক নেতা ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও আবিদ হাসান সোহাগের সঞ্চালনায় সম্মেলনের প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদস্য বগুড়া শহর সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, এ্যাড শাহিন মিয়া। আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা লুৎফর রহমান, আসলাম হোসেন বিপু, নুর আলম, সাংগঠনিক সম্পাদক, এজাজ আহম্মেদ আসলাম সহ সাধারণ সম্পাদক, আব্দুল হাই, সবুজ শেখ সহ সাংগঠনিক সম্পাদক, জিয়া আলম প্রচার সম্পাদক, আব্দুল মোমিন, অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, সাবেক কাউিন্সিলর মুঞ্জুয়ারা খাতুন মুন্নী প্রমুখ।
Check Also
শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …