সর্বশেষ সংবাদ ::

ধুনটে বিএনপি নেতার বসতবাড়িতে আওয়ামীলীগের হামলা ও লুটপাট

 

ধুনটে বিএনপি নেতার বসতবাড়িতে আওয়ামীলীগের হামলা ও লুটপাট

বগুড়া সংবাদ :বগুড়ার ধুনটে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও বিএনপি নেতাসহ দুইজনকে কুপিয়ে আহত করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুর ১২টার দিকে এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে এই ঘটনা ঘটে।

হামলায় রাঙ্গামাটি গ্রামের মৃত গোলাম ইদ্রিসের ছেলে ধুনট উপজেলা বিএনপির সদস্য মুরাদ হোসেন (৪১) ও তার চাচা আব্দুল কাদের (৫৫) আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে বিএনপি নেতা মুরাদ হোসেন মুঠোফোনে জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি পরিবারের সঙ্গে বাড়িতে অবস্থান করছিলেন। সেই সময় এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান এমএ তারেক হেলালের নির্দেশে রাঙ্গামাটি গ্রামের আওয়ামীলীগ নেতা নজরুল মেম্বার, শামছুল মেম্বার, রেজাউল করিম, খোরশেদ আলম, ছাত্রলীগ নেতা সিজান ও শান্ত সহ ৩০-৪০ ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার (মুরাদ) বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তারা একটি মোটরসাইকেল, টিভি, ফ্রিজ সহ আসবাবপত্র ভাংচুর করতে থাকে।

বিএনপি নেতা মুরাদ আরো জানান, এসময় বাধা দিতে গেলে তাকে সহ তার চাচা আব্দুল কাদেরকে কুপিয়ে জখম করে। পরে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে আওয়ামীলীগের নেতাকর্মীরা তার বাড়ি থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Check Also

শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *