বগুড়া সংবাদঃ
বগুড়া সংবাদঃ বিসিক জেলা কার্যালয় বগুড়ার উদ্যোগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিকাল ৩টায় ৫ দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ৪র্থ ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ হয়। সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট ঢাকার সাবেক প্রধান অনুষদ সদস্য মোঃ আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক এএইচএম আখতারুজ্জামান, ইলিয়াস লেলিন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক বগুড়া জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক জিন্নাত আরা, সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন শিল্পনগরী কর্মকর্তা শাহিনুর রহমান, কোর্স সমন্বয়কারী সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ মমতাজ বেগম।
বিসিক জেলা কার্যালয় সুত্রে জানা যায়, ৪র্থ ব্যাচের প্রশিক্ষণ কোর্সে ২৫ জন আগ্রহী প্রশিক্ষণার্থীদেরকে গত ৩ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত “বিজনেস প্লান” সহ অন্যান্য বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। আমাদের দেশে অনেক শিক্ষিত যুবক ও যুব মহিলা আছেন যারা নতুন শিল্প/ ব্যবসা শুরু করতে চান কিন্তু স্বল্প পুঁজিতে কিভাবে তা করতে হবে তার যথাযথ নির্দেশনা পাচ্ছেন না, তাদেরই জন্য ” উদ্যোক্তা উন্নয়ন” কোর্সটি প্রণয়ন করা হয়েছে। যে কোন শিল্প/ব্যবসা শুরুর পূর্বেই উহার সঠিক পরিকল্পনা করা দরকার। এ কোর্সের মাধ্যমে উদ্যোক্তাগণ তাঁদের প্রতিষ্ঠানের বিপণন, উৎপাদন, সংগঠন ও আর্থিক বিষয়সমূহ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বাস্তব জ্ঞান অর্জন করবেন। এক কথায় প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাগণ নতুন শিল্প প্রতিষ্ঠান অথবা ব্যবসায় শুরু করা এবং পরবর্তীতে নতুন দৃষ্টিভঙ্গি ও দক্ষতার সাথে পরিচালনায় সক্ষম হবেন।