বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের চকডাকাতিয়া গ্রামে বালু দিয়ে সরকারি জলাশয় ভরাট করার অপরাধে কাজী সাইম নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করেন
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান। ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: খায়রুজ্জামান জানান, ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের চকডাকাতিয়া গ্রামে কাজী সাইম নামে এক ব্যক্তি বালু দ্বারা জলাশয় ভরাট করছিল। এই অপরাধে ওই ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Check Also
শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …