সর্বশেষ সংবাদ ::

ধুনটে অভাবের যন্ত্রনা সইতে না পেরে স্বামীর বাড়িতে নববধুর আত্মহত্যা

ধুনটে অভাবের যন্ত্রনা সইতে না পেরে স্বামীর বাড়িতে নববধুর আত্মহত্যা

বগুড়া সংবাদ :  বগুড়ার ধুনটে অভাব-অনটনের যন্ত্রনা সইতে না পেরে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে তামান্না খাতুন (২০) নামে এক নববধু আত্মহত্যা করেছে। বুধবার সকালে গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামের ছোহরাব প্রামানিকের ছেলে মাসুদ প্রামানিকের সঙ্গে দেড় বছর আগে শেরপুর উপজেলার মোহাম্মদ আলীর মেয়ে তামান্না খাতুনের বিয়ে হয়। মেয়েটির বাবা ও মা পৃথক হয়ে দ্বিতীয় বিয়ে করায় মেয়েটি ধুনটের গজিয়াবাড়ি গ্রামের এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়। সেখানে বসবাসকালীন ওই আত্মীয় তাদের বিয়ে দেন। কিন্তু অভাব- অনটনের কারনে বিয়ের দেড় বছরের মধ্যেই সংসার জীবনে অশান্তি নেমে আসে নববধু তামান্নার জীবনে। স্থানীয়রা জানান, নিহত তামান্নার স্বামী ছোহরাব আলী শ্রমিকের কাজ করে সংসার চালায়। এছাড়া তামান্নার আপন বলতে কেউই ছিল না। হয়তো একারনেই সে ক্ষোভে দু:খে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এবিষয়ে ধুনট থানার এসআই স্বপন মিয়া জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় কেউ কোন অভিযোগ দায়ের না করায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিনা ময়না তদন্তে মরদেহ আত্মীয়দের
কাছে হস্তান্তর করা হয়েছে এবং এঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

Check Also

দুপচাঁচিয়াআছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়ার মোস্তফাপুর আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *