বগুড়া সংবাদ : দক্ষ সংগঠক ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সারিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুলকে মানবাধিকার লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
১০ ডিসেম্বর বিকালে ঢাকার ইকনোমিক রিপোর্টার্স ফােরাম মিলনায়তনে” বিগত সরকারের মানবাধিকার লংঘন ও বর্তমানে মানবাধিকার সংরক্ষণ ” শীর্ষক আলোচনা সভায় তাকে এ- অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুস সালাম মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র সংস্কার কমিটির চেয়ারম্যান ও সাবেক সচিব ডা. মােহাম্মদ জকরিয়া, সাবেক অতিরিক্ত সচিব মােঃ রােকন উদ- দৌলা, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মানবাধিকার সোসাইটির উপদেষ্টা অ্যাড.শেখ মোহাম্মদ আমির হামজা। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার সোসাইটির ভাইস চেয়ারম্যান এস. এম আনোয়ার হোসেন অপু।