সর্বশেষ সংবাদ ::

ধুনটে তিনদিন ব্যাপী ইজতেমা শুরু শনিবার আখেরী মোনাজাত


বগুড়া সংবাদ : বগুড়া জেলার ধুনট উপজেলায় তিনদিন ব্যাপী আঞ্চলিক বিশ^ ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার বাদ ফজর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে৪৯তম এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমার আয়োজক কমিটির সদস্য আলহাজ¦ হুমায়ন কবীর জানান, এক সময় ধুনটের সরুগ্রামের এই ইজতেমা দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ^ ইজতেমা হিসেবে পরিচিত পেয়েছিল। প্রতি বছরের ন্যায় ঢাকার কাকরাইল মসজিদের তত্বাবধায়নে ৪৯তম এই আঞ্চলিত বিশ^ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই থাইল্যান্ড ও আরব জামাত ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। এছাড়া আরব দেশ থেকে আরো কয়েকটি জামাত আসছেন। ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিগণ তিনদিন অবস্থান করে আল্লাহর ইবাদত পালন এবং দেশী-বিদেশী বক্তার ধর্মীয় বয়ান শুনবেন। তিনি আরো জানান, বৃহস্পতিবার বাদ ফজর ঢাকার কাকরাইন মসসিদের মুরব্বি মুফতি রেজাউল করিমের উদ্বোধনী আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া বাদ যোহর আরব জামাতের মুরব্বি মাওলানা ইউছুব সাহেব, বাদ আসর হাজ¦ী আব্দুস ছামাদ, বাদ মাগরিব কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আব্দুর রহমান দ্বীন ও ইসলামের হেদায়েতের বয়ান করেন। আগামী শনিবার
আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, ইজতেমা ময়দানে দেশী-বিদেশী মুসল্লিদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল
রিছিল বলেন, ইজতেমা ময়দানে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে এবং সব সময় খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *