সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় আলু লাগানোর কাজে ব্যস্ত কৃষকরা

সোনাতলায় আলু লাগানোর কাজে ব্যস্ত কৃষকরা

বগুড়া সংবাদ  : সোনাতলায় কৃষকরা জমিতে আলু লাগানোর কাজে ব্যস্তর মধ্যে রয়েছেন। কৃষকদের এ কাজে সহযোগিতা করছে পরিবারের সদস্যরা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন জানান, চলতি মৌসুমে দুই হাজার সাত’শ
বিশজন কৃষক ১ হাজার ২শ’ ২০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষের লক্ষ্যমাত্রা নির্দ্ধারণ করা হয়েছে। জাতের মধ্যে রয়েছে এস্টারিক্স,কার্ডিনাল,সানসাইন,লাল পাকড়ি, রোমানা পাকড়ি,ক্যারেজ,এ্যালোইট ও স্থানীয় জাত। এ পর্যন্ত ৩৪০ হেক্টর জমিতে আলু লাগানো হয়েছে। আর কিছু দিনের মধ্যে বাকি জমিগুলোতে আলু লাগানোর কাজ সম্পন্ন হবে। তিনি আরো জানান,এবারে বীজ আলুর দাম বেশি। এমতাবস্থা না হলে কৃষকরা আরো বেশি আলুর চাষ করতেন। কৃষকদেরকে বীজ আলুর জন্য বগুড়া জেলা বিএডিসি অফিসে পাঠালে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বীজ আলু দিতে পারছেন না। কাবিলপুর গ্রামের কৃষক আব্দুল করিম জানান যেকোনো জাতের আলু বীজের দাম অন্যান্য বছরের তুলনায় এবার বেশি। প্রতি কেজি
আলু কিনতে হয়েছে (কথিত মাড্ডা জাত) ৭২ টাকায়। ১৮ কাঠা জমিতে প্রায় দেড় মণ আলু লাগানো হয়েছে। এ ব্যাপারে বগুড়া বিএডিসির উপ-পরিচালক জাকির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,এবার বীজ আলুর চাহিদা বেশি। কিন্তু আমাদের অফিসে সরবরাহ কম থাকায় সংকট সৃষ্টি হয়েছে। তাই কৃষকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

Check Also

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু

  বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার মুরুইল বাজার এলাকায় চলন্ত ট্রাকের সাথে ধাক্কা লেগে আকবর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *