সর্বশেষ সংবাদ ::

সাংবাদিক মিহিরের ওপর নৃশংস হামলায় নিন্দা

সাংবাদিক মিহিরের ওপর নৃশংস হামলায় নিন্দা

বগুড়া সংবাদ:‘ দ্যা ডেইলী নিউনেশন ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় কর্মরত সাংবাদিক মিহির কুমার সরকারকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বগুড়ার আদমদীঘি উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। গতকাল শনিবার দুপুরে আদমদীঘি ও সান্তাহারে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে সাংবাদিকরা বলেন, মিহির কুমার সরকার দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবৎ আদমদীঘি উপজেলায় সাংবাদিক হিসাবে কাজ করে যাচ্ছেন এবং সে আদমদীঘি প্রেস ক্লাবের সিনিয়র সদস্য।

এ বিষয়ে আদমদীঘি প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জ্বল বলেন, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলার মাঝিপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সাংবাদিক মিহির কুমার সরকারকে হাতুরী দিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুত্ব জখম করে প্রতিপক্ষ বিভাষ সরকার ও তার লোকজন। এতে তার মাথায় আঘাত করলে সে মারাত্বক জখম প্রাপ্ত হয়। হামলাকারীরা তাকে জানে মেরে ফেলা হবে বলে অকথ্য ভাষায় গালিগালাজও করতে থাকে। আমরা আদমদীঘি উপজেলায় কর্মরত সাংবাদিকরা জানাই অনতিবিলম্বে সন্ত্রাসী বিভাষ সরকার ও তার লোকদের আইনি পদেক্ষেপের মাধ্যমে দ্রত গ্রেপ্তাররের ব্যবস্থা করতে হবে। এবং সাংবাদিকের ওপর এ ধরনের হামলায় তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়।

Check Also

রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের আয়োজনে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *