বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা শাখার দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) কর্মপরিষদ গঠন করা হয়েছে। কমিটিতে মাওলানা আব্দুর রহমান আমীর এবং মাওলানা শহীদুল ইসলাম সেক্রেটারী নির্বাচিত হয়েছেন।
কর্মপরিষদ গঠন উপলক্ষ্যে শাজাহানপুর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে রবিবার দিনব্যাপী এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মুনছুরুর রহমান।
শাজাহানপুর উপজেলা জামায়াতের নতুন কমিটিতে আরও রয়েছেন নায়েবে আমীর মাওলানা আব্দুসসালাম, সহকারি সেক্রেটারী মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা তারিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মোমিন, মাওলানা কাওসার আলী, মাওলানা গাজীউর রহমান, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আনোয়ারুজ্জামান। সভার এক পর্যায়ে উপজেলা জামায়াতের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করান বগুড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার। এছাড়া ওই সভায় শাজাহানপুর উপজেলার ৯টি ইউনিয়নের নতুন মেয়াদে ইউনিয়ন আমীরগণের নাম ঘোষণাও করা হয়। ইউনিয়ন আমীল হলেন, আশেকপুর ইউনিয়নে নজরুল ইসলাম, মাদলা ইউনিয়নে আমজাদ হোসেন, মাঝিড়া ইউনিয়নে আব্দুল মতিন, আড়িয়া ইউনিয়নে মাওলানা ফজলুর রহমান, খোট্টাপাড়া ইউনিয়নে অধ্যাপক শহিদুল ইসলাম, চোপীনগরাইউনিয়নে ড. সালেকুর রহমান, আমরুল ইউনিয়নে মাওলানা আব্দুল মমিন, গোহাইল ইউনিয়নে হাফেজ আব্দুর রশিদ এবং খরনা ইউনিয়নে ডা. নজরুল ইসলাম।