সর্বশেষ সংবাদ ::

বগুড়া খাঁন মার্কেট দোকান মালিক সমিতির ইনছান সভাপতি জহুরুল সা: সম্পাদক নির্বাচিত

বগুড়া খাঁন মার্কেট দোকান মালিক সমিতির ইনছান সভাপতি জহুরুল সা: সম্পাদক নির্বাচিত

বগুড়া সংবাদ :বগুড়া সদর উপজেলা দোকান মালিক সমিতি খাঁন মার্কেটের ত্রি—বার্ষিক নির্বাচনে মো: ইনছান আলী (ছাতা) ১১৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে। এ পদে তাার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহম্মেদ মোস্তফা (চেয়ার) পেয়েছেন ৭৫ ভোট। সাধারন সম্পাদক পদে মো: জহুরুল ইসলাম (টিউবয়েল) ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জাহিদুল বারী জাহিদ (উটপাখি) পেয়েছেন ৬৮ ভোট।

২২ নভেম্বর (শুক্রবার) বগুড়া সদর উপজেলা দোকান মালিক সমিতি খাঁন মার্কেটের নির্বাচন সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত অত্র মার্কেটের নিচতলায় ভোট গ্রহন করা হয়। সংগঠনের মোট ২১০ জন সদস্যর মধ্যে ২০৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে ১৯টি পদে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭ জন প্রার্থী।

সংগঠনে এবারের নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ—সভাপতি মো: আপেল মাহমুদ (আপেল), মো: ছামছুর রহমান (চশমা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: আবু সাহীন মোল্লা  (ঘোড়া), মো: আরিফুর রহমান রনি (মোটরসাইকেল), কোষাধক্ষ্য পদে  মো: ওয়াহেদুজ্জামান প্রিন্স (ডাব), সাংগঠনিক পদে মো: ফারহান তোহা (হরিন) প্রচার সম্পাদক পদে মো: আব্দুল মমিন  খেজুর গাছ), ক্রিড়া সম্পাদক পদে মো: শাহিদুল ইসলাম (সাইকেল), দপ্তর সম্পাদক পদে মো: আনোয়ারুল সাদাত (দোয়ত কলম), সদস্য পদে মো: জাহাঙ্গীর আলম রকেট (টেবিল), শ্রী—সুজয় কুমার সরকার (প্রজাপতি), মো: ওয়াজির হাসান খান নোবেল  (দোয়েল পাখি), মো: আ: খালেক (মিনার), মো: রাজিব শেখ (মোমবাতি), মো: আব্দুস সালাম সাজু (মাইক), মো: তাজুল ইসলাম (চাকা) নির্বাচিত হয়েছেন। এছাড়াও ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

Check Also

১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস

  বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *