

বগুড়া সংবাদ : সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের শালিখা গ্রামে আব্দুল আলিম চেয়ারম্যান বাড়ি সংলগ্ন মরহুম আব্দুল বারী স্মৃতি পাঠাগার’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টায় জামায়াতে ইসলামীর
নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে পাঠাগারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম,সোনাতলা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মোঃ ফজলুল করিম, নায়েব আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক মন্ডল,পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ রাঙ্গা,মধুপুর ইউনিয়ন জামায়াতের আমীর মেঃ শাহ আলম,সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু ও জামায়াত নেতা মোঃ আব্দুল মান্নানসহ অনেকে। ভিত্তিপ্রস্তর শেষে মোনাজাত করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা