সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

বগুড়া সংবাদ :  বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া জেলা শাখা এ দিবসটি উদযাপন করে।

সংস্থার বগুড়ার সভাপতি সার্জেন্ট এ কে এম আজাদ মিয়া (অবঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর জন্য আজ এই দিনটি আংকার ও গৌরবময়। ৭১সালে মহান স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষনা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান তিনিও একজন সেনা বাহিনীর সদস্য ছিলেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সবসময় কাজ করছেন। সংকটময় মুহুর্তে দেশের মানুষের পাশে থাকেন। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনেও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরাও মিছিল ও সমাবেশ করেছে।

অনুষ্ঠানে এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা এ কিউ এম ডিসেন্ট আহম্মেদ সুমন, ধ্রুপদী বিল্ডার্স এন্ড প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান কর্নেল (অবঃ) মোঃ জগলুল আহসান, বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান (অবঃ)।

বাংলাদেশ নৌ বাহিনীর সদস্য (অবঃ) বীর মুক্তিযোদ্ধা এ কে এম রশীদ, সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সার্জেন্ট মোহাম্মাদ খোরশেদ আলম (অবঃ), সাংগঠনিক সম্পাদক ল্যান্স কর্পোরাল মোঃ আনোয়ার হোসেন (অবঃ), বগুড়ার ব্যবসায়ী মনিরুজ্জামান মনির, সোলায়মান আলী, শাহজাহান আলী আকন্দ, বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ দেলোয়ার হোসেন দুলাল (অবঃ), সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল বাতেন (অবঃ), সদর উপজেলার সভাপতি সার্জেন্ট এ বি এম রেজাউল করিম হিমু (অবঃ), সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ আজাদুল হক আজাদ (অবঃ) প্রমুখ।

Check Also

দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *