বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বুধবার রাতে বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়ায় জাহানাবাদ মাদরাসা পাড়ায় নিহত শহীদ আব্দুল আহাদ সৈকতের কবর জিয়ারত করেন ও পরিবারের সদস্যদের শান্তনা দেন। এ সময় উপস্থিত বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, উপজেলা সুরা সদস্য অধ্যাপক মাওলানা মতিউর রহমান, শহীদ সৈকতের বাবা মো: নজরুল ইসলাম, বালুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাবিরুল ইসলাম সেক্রেটারী গোলাম ফারুক প্রমুখ। গত ৫ আগস্ট রাজধানী ঢাকার সাভারে পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাদশ শ্রেণীর ছাত্র আবুল আসাদ সৈকত নিহত হন। খবর বিজ্ঞপ্তির।
Check Also
১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস
বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …