বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় চলতি মৌসুমে ৯১০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্দ্ধারণ করা হয়েছে। কৃষকেরা ঝুঁকে পড়েছেন মরিচ চাষের প্রতি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন জানান, এবারে সোনাতলা পৌরসভা, সোনাতলা সদর, বালুয়া, মধুপুর, তেকানী চুকাই নগর,পাকুল্লা,জোড়গাছা ও দিগদাইড় ইউনিয়নে মোট তিন হাজার কৃষক ৯১০ হেক্টর জমিতে মরিচের চাষ করবে। এরমধ্যে বিভিন্ন জাত রয়েছে। যেমন- বিজলী,বিজলী প্লাস,নবীন,ওয়ান
প্লাস ও গ্রীণ ফায়ার। এসব হলো হাইব্রিড জাতের। এছাড়া রয়েছে স্থানীয় জাত। মোট ৯১০ হেক্টর জমি মরিচ চাষের আওতায় নেয়া হলেও এ পর্যন্ত চাষ হয়েছে ৪৮৫ হেক্টর জমি। এর মধ্যে হাইব্রিড জাত ২৭০ হেক্টর ও স্থানীয় জাত ২১৫ হেক্টর। অবশিষ্ট
৪২৫ হেক্টর জমিতে মরিচ চাষের কাজ অব্যাহত রয়েছে। আশা করা যায় লক্ষ্যমাত্রা যথা সময়ের মধ্যে পূরণ হবে বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানান। যেসব কৃষক মরিচ লাগিয়েছেন তারা মরিচ ক্ষেতে নিড়ানীর কাজসহ অন্যান্য পরিচর্যার কাজে
ব্যস্ত রয়েছেন। সোনাতলা সদর ইউনিয়নের নামাজখালী গ্রামের মরিচ চাষী আব্দুস সালাম জানান উপ-সহকারী কৃষি কর্মকর্তাদেরকে (বিএসদেরকে) নিয়মিত মরিচ ক্ষেতগুলো তদারকি করা ও সেইসাথে কৃষকদেরকে সুপরামর্শ দেয়া প্রয়োজন।
Check Also
দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …