সর্বশেষ সংবাদ ::

কাহালুতে নিজের শিশুকন্যাকে শ্বাসরুদ্ধ করে মায়ের আত্মহত্যা

কাহালুতে নিজের শিশুকন্যাকে শ্বাসরুদ্ধ করে মায়ের আত্মহত্যা

বগুড়া সংবাদ :   বগুড়ার কাহালুতে নিজের শিশুকন্যা মুশফিকা(৪)কে গামছা দিয়ে মূখ বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মা জুলেখা খাতুন (২৫) গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
জুলেখা খাতুন উক্ত গ্রামের আব্দুল মমিনের স্ত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপুইল গ্রামে। খবর পেয়ে কাহালু থানা পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান
মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। জানা যায়, জুলেখার স্বামী আব্দুল মমিন প্রতিদিনের ন্যায় সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। দুপুরে মোবাইল ফোনে স্ত্রীকে না পেয়ে প্রতিবেশী লোকজনকে জানালে তারা
বাড়িতে গিয়ে অনেক ডাকাডাকির পর কোন সাড়া না পাওয়ায় ঘরের ভিতর থেকে বন্ধ পায়। প্রতিবেশী লোকজন জানালা দিয়ে জুলেখার ঝুলন্ত লাশ দেখতে পায় এবং বিছানায় শিশুকন্যা মুশফিকার মরদেহ দেখতে পায়। পরে তারা থানা পুলিশকে খবর দেন। জুলেখার স্বামী আব্দুল জানান, তার স্ত্রীরের অতিরিক্ত রাগছিল। সে প্রতিনিয়ত মেয়েকে শাসন করতো। ঘটনাস্থানটি পরিদর্শণ করেন বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) ওমর আলী ও কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন।

Check Also

কাহালুর তিনদীঘি উচ্চ বিদ্যালয়ের মেইন গেট নির্মাণ কাজের নাম ফলকের উদ্বোধন

বগুড়া সংবাদ : রোববার দুপুরে বগুড়ার কাহালুর তিনদীঘি উচ্চ বিদ্যালয়ের বাস্তবায়নে মেইন গেটের ভিত্তি প্রস্থর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *