সর্বশেষ সংবাদ ::

এদেশের ছাত্র-জনতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করায় হাসিনা দেশ থেকে পালিয়েছে -জাকির

এদেশের ছাত্র-জনতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করায় হাসিনা দেশ থেকে পালিয়েছে -জাকির

বগুড় সংবাদ :  উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে তিনি খাল খননের মাধ্যমে এদেশের মাটি ও ফসল উর্বর করেছিল। বাংলাদেশকে সুজলা- সুফলা,শস্য শ্যামলা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন। তারই সুযোগ্য পুত্র তারেক রহমানের নেতৃতে এদেশের ছাত্র-জনতা আন্দোলন করেছে। তাদের আন্দোলনে শেখ হাসিনা ভয়ে এদেশ ছেড়ে
পালিয়ে গেছে। আওয়ামী লীগ ভোট চোর,ভাত চোর, টাকা চোর। চুরি ছাড়া আর কিছু নেই তাদের। তিনি আরো বলেন,আজকে ড.ইউনূস সাহেব অন্তর্বতী সরকার প্রধান হিসেবে ক্ষমতায় আছেন। আমরা ইউনূস সাহেবকে বলতে চাই অনতিবিলম্বে নির্বাচনী ঘোষণা দিন। এদেশের জনগণ ভোট চায়,গণতন্ত্র চায়। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে সোনাতলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় ঘোড়াপীর তিনমাথা
মোড়ে সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা শরিফুল ইসলাম খান নিপু,শফিকুল ইসলাম, রাজ্জাকুল ইসলাম রাজ্জাক,আহসান হাবীব রতন প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমদাদুল হক টুকু,মোকাররম হোসেন,আহসান হাবীর মোহন,মুশফিকুল আলম সিজু, জহুরুল ইসলাম শেফা,সেলিম রেজা বাবলা,রুবেল মেম্বর,রাজ্জাক মেম্বর,যুবদল নেতা
মাহমুদুর রহমান রনি,পাভেল, ছাত্রনেতা বকুল,সাজ্জাদুর রহমান চাঁদ ও জরিফুল ইসলামসহ অনেকে।

Check Also

১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস

  বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *